Sylhet View 24 PRINT

ভেঙে পড়ছে সুতাং নদীর ব্রীজ, যোগাযোগ বিছিন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৬-১৯ ১৭:৫৭:৩৮

হবিগঞ্জ প্রতিনিধি :: অনেকদিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকা হবিগঞ্জের সুতাং নদীর ব্রিজটি ভেঙে পড়ছে। গত রাতে বিজ্রটির একাংশ ভেঙে পড়ে।

নদীর পানি আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় গত রাতে ব্রিজটির পূর্ব পাশের একটি পিলার ভেঙে পড়ে। এতে করে সুতাং বাজারের সাথে শায়েস্তাগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পূর্ব পাশের এক অংশ ভেঙে যাওয়ায় বাকি অংশেও ফাটল ধরেছে। এদিকে রাস্তা বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জ থেকে আসা সকল যানবাহনকে মহাসড়ক দিয়ে ঘুরে যেতে দেখা গেছে।

স্থানীয় মোস্তফা জামান হৃদয় বলেন, ব্রিজটি অনেকদিন ধরে নড়বড়ে ছিল। কিন্তু মেরামত করা হয়নি। বিপজ্জনক অবস্থায়ও ব্রিজে অনেক সময় মালবোঝাই ট্রাকও চলাচল করতো। এখন ব্রিজটি ভেঙে পড়ায় আমাদের চলাচলে নানারকম বিঘ্ন ঘটছে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জুন ২০১৭/এইচডি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.