Sylhet View 24 PRINT

আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই অর্থমন্ত্রীর!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৭ ১০:৩২:১৩

সিলেটভিউ ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কোনও ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে দল চাইলে প্রার্থী হতেও আপত্তি নেই বলে জানান তিনি।

গত শনিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিটের কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত আলোচনাকালে তিনি এই অভিমত  জানান।

অত্যন্ত ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত আলোচনাকালে তিনি নিজের পছন্দ-অপছন্দের অনেক বিষয়েই কথা বলেছেন খোলামেলাভাবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘ব্যক্তিগতভাবে আগামী কোনও  নির্বাচনেই অংশ নেওয়ার ইচ্ছা আমার নেই। তবে দলের প্রয়োজন হলে অবশ্যই অংশ নিতে হবে। যেহেতু আমি দল করি, সেহেতু দলের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিতে হবে।’

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত খাবারের তালিকায় আমার পছন্দের শীর্ষে রয়েছে যেকোনও ধরনের মাছ।’ তবে সামুদ্রিক মাছও তার পছন্দের তালিকায় রয়েছে। সাদা ভাত খেতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও বেশি ভালো লাগে পোলাও। এ ক্ষেত্রে পোলাও আর মুরগির রোস্ট তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে।

সাধারণত পাঞ্জাবি গায়ে দিতেই পছন্দ করেন ৮৪ বছর বয়স্ক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে প্রয়োজনে স্যুট, কোট, টাই, সু-তো পরতেই হয়। জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, ‘নিজে যেসব পাঞ্জাবি পরেন নানা রঙের, নানা ডিজাইনের, এ সব পাঞ্জাবির ডিজাইন ও নকশা চূড়ান্ত করেন তার ছেলের বউ।’ 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর জীবনের প্রথম পেনশনের পরিমাণ ছিল ৯০০টাকা। এই পেনশন তিনি এখনও পান। তবে পরিমাণ বেড়েছে বলে জানান মুহিত।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুলাই ২০১৭/ডেস্ক-বাট্রি/এমকে-এম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.