আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বিয়ানীবাজারে ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় মামলা, রিভলবার উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৮ ১০:১৫:০৬

নিহত খালেদ আহমদ লিটু

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে অভ্যন্তরিণ দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগকর্মী লিটু খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ছাত্রলীগকর্মী খালেদ আহমদ লিটুর বাবা খলিল উদ্দিন বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা সিলেটভিউ২৪ডটকমকে জানান, পুলিশ মঙ্গলবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এজহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করেছে। এছাড়া পৃথক অভিযান চালিয়ে একটি রিভলবার ও ২টি রামদা উদ্ধার করা হয়েছে।

বাকি আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী।

প্রসঙ্গত, বিয়ানীবাজার সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের পল্লব ও পাভেল গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গত সোমবার দুপুরে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামার পর কলেজের একটি কক্ষের ভেতর গুলিবিদ্ধ হন পাভেল গ্রুপের কর্মী লিটু। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লিটু ঘটনাস্থলেই মারা যান।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ জুলাই ২০১৭/ শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন