Sylhet View 24 PRINT

সিলেটে দু’দিন ব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু রবিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ১৯:৪৪:২৫

সিলেট :: সনাতন হিন্দুধর্মের প্রাণপুরুষ পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের পূত আবির্ভাব স্মরণে ‘সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, সিলেট’-এর উদ্যোগে রবিবার (১৩ আগস্ট) হতে দুইদিন ব্যাপি শুভ জন্মাষ্টমী উৎসব শুরু হবে।

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল মনিপুরী রাজবাড়ি শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে দুইদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৩ আগস্ট  রবিবার, সকাল সাড়ে ৮টায় সমবেত উপাসনা, পরিচালনায়- শ্রীহট্ট অখ-ম-লী, সকাল ১০টায় সমবেত গীতা পাঠ, পরিবেশনায়- শ্রীমা সারদা সংঘ, সিলেট, বেলা ২টায় শিশু-কিশোরদের গীতাপাঠ প্রতিযোগিতা, বিকাল ৪টায় শিশু-কিশোরদের একক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৫টায়, শিশু-কিশোরদের একক কীর্তন প্রতিযোগিতা রাত ৮টায় লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।

উৎসবের দ্বিতীয় ও শেষদিন সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা (শ্রীশ্রী মহাপ্রভুজীউর মন্দির প্রাঙ্গণ, মণিপুরী রাজবাড়ী, সিলেট হইতে) শুরু হবে। এটি নগরীর প্রধান সড়ক সমূহ পদক্ষীণ করবে। নগর পরিক্রমায় সিলেট মহানগরীর বিভিন্ন মন্দির, দেবালয় ও সর্বস্তরের ভক্তবৃন্দ অংশ নিবেন। সকাল সাড়ে ১১ টায় উৎসব অঙ্গনে ধর্মসভা অনুষ্ঠিত হবে।

ধর্মসভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। দুপুর ২ টায় মহাপ্রসাদ বিতরণ, রাত্রি সাড়ে ৮ টায় সমেবেত শিল্পীদের পরিবেশনায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে মৌলভীবাজার, কমলগঞ্জ মনিপুরী থিয়েটারের পরিবেশনায় থাকবে বিশেষ নাটক “শ্রীকৃষ্ণ কীর্তন” রাত্র ১০ টায় শ্রীকৃষ্ণের বিশেষ পূজানুষ্ঠান শুরু হবে। পূজা শেষে সমবেত অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ। রাত্রি ১২-০১ মিনিট ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে প্রতি হিন্দুগৃহে ও দেবালয়ে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি।

সার্বজনীন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, সিলেট এর আহ্বায়ক অধ্যাপক বিজিত কুমার দে ও সদস্যসচিব এডভোকেট প্রবীর ভট্রাচার্য্য এক বিবৃতিতে দুইদিন ব্যাপী সার্বিক অনুষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে সকল ভক্তের আন্তরিক সহযোগিতা ও সর্বস্তরের মানুষের উপস্থিতি বিনীতভাবে কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.