Sylhet View 24 PRINT

দক্ষিণ সুরমায় কৃষকদের সাথে বিএডিসি উপ-পরিচালকের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১২ ১৯:৫৪:৫১

সিলেট :: বিএডিসি সিলেট বিভাগীয় উপ-পরিচালক (বীজ বিক্রয় ) কৃষিবিদ সুপ্রীয় পাল শনিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর গ্রামে কৃষকদের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি কৃষক প্রদীপ চন্দসহ স্থানীয় কৃষকদের উৎপাদিত আঊস ধান পরিদর্শন করেন।

মতবিনিময়কালে কৃষিবিদ সুপ্রীয় পাল বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নিজ জালালপুর গ্রামের কৃষকরা সফলভাবে বিভিন্নজাতের ধান উৎপাদন করেছেন। বিএডিসি কৃষকদের মধ্যে সরকার র্নিধারিত মূল্যে বীজ সরবরাহ করছে। এসময় তিনি গ্রামের কৃষক প্রদীপ চন্দ ব্রি-৪৮ জাতের আউস ধান চাষা করে সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময়কালে কৃষক প্রদীপ চন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ব্রি-৪৮ জাতের আউস ধান চাষাবাদ করে সফল হয়েছি। বিঘা প্রতি প্রায় ২০ মন করে ধান উৎপাদন সম্ভব হয়েছে।

এসময় কৃষকরা বীজের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, বাজারে বীজের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি এবং গুনগত মান ঠিক থাকে না। বিএডিসি যদি সরকার নির্ধারিত মূলে সরাসরি বীজ গুদাম হতে বীজ সরবরাহ করে তাহলে কৃষকরা লাভবান হতো। এসময় কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ প্রাপ্তির জন্য বিএডিসি বীজ বিক্রয় উপ-পরিচালক কৃষিবিদ সুপ্রীয় পালের সহযোগিতা কামনা করেন। এসময় কৃষিবিদ সুপ্রীয় পাল কৃষকদের সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. ছোরাব আলী, নূর উদ্দিন, কয়ছর আহমদ, কালা মিয়া, আব্দুল ওয়াদুদ, চেরাগ আলী, ময়না মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৭/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.