Sylhet View 24 PRINT

নিরব জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-১৩ ০০:০২:৪৩

আল হাছিব তাপাদার, জকিগঞ্জ :: সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহিন ও আসিফের উপর শিবিরের হামলার ঘটনায় সারাদেশে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদের ঝড় তুললেও নিরব ভূমিকায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। এখন পর্যন্ত জকিগঞ্জ উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও নিন্দা জানানো হয়নি। এতে সাধারণ কর্মীরা অনেকটা ক্ষুব্ধ। তবে শনিবার দুপুরে বৃহত্তর রতনগঞ্জ এলাকার ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

মিছিল শেষে নেতাকর্মীরা স্থানীয় তামিম প্লাজার সামনে পথসভা করে। জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাহাতের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. মাহমুদ হোসেন, যুগ্ম সম্পাদক শাকেল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ছাত্রলীগ নেতা অরুন দাস রাজু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রতনগঞ্জ ইউনিট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী রিফাত, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাকিব আল হাসান, রাশেদ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ নেতা মিসবাহ আহমদ, আফজল হোসেন খাঁন, জামিল আহমদ, দেলোয়ার খাঁন, শাহান আহমদ চৌধুরী, মুকুল চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী রাজু, মুরাদ, নাইফ, সুফিয়ান, কামরুল, তাজেল, রাসেল, মোস্তফা আহমদ প্রমুখ।

রাছেল আহমদ নামের ছাত্রলীগের এক সাধারণ কর্মী জানায়, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির নেতৃবৃন্দ নিজেদের পদপদবী ধরে রাখতে মরিয়া। ছাত্রলীগ কর্মীদের উপর হামলা হলে সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ জানালেও জকিগঞ্জের ছাত্রলীগ নেতারা নিরব থাকেন। জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এমন ভূমিকায় বিস্মিত হয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে। আজ কালিগঞ্জ প্রতিবাদ মিছিল হয়েছে। আগামী কাল জকিগঞ্জ শহরে হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ আগস্ট ২০১৭/ আহাতা/ এমইউএ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.