Sylhet View 24 PRINT

ছাতকে কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরি বৃদ্ধি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৮-২০ ০০:০৩:০৭

ছাতক প্রতিনিধি :: ছাতকে ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপকহারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে।

প্রতি রাতেই বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার রাতে কালারুকা ইউপির নয়া-লম্বাহাটি গ্রামের মাওলানা জিল্লুল হকের লক্ষাধিক টাকার ২টি ষাড় ও রইছ আলীর আরো ২টি গাভি একই রাতে চুরি হয়েছে। গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরুগুলো চুরি করা হয়। এর আগে আকুপুর গ্রামের মাসুক মিয়ার গরু, করছখালী গ্রামের ফয়জুল ইসলাম ও নূরুল হক গরু চুরি হয়েছে। এভাবে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও, মাধবপুর, বোবরাপুর, আরতানপুর, রামপুর, আজিধরপুর, ছিক্কা, করচা, উজিরপুর, নূরুল্লাপুর, রায়সন্তেুাষপুর, তাজপুর, জামুরাইল, হাসনাবাদ, রাজাপুর, কালারুকাসহ বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে প্রতিরাতেই ঘটছে চুরির ঘটনা।

ফলে ফসলহারা কৃষকরা সর্বশেষ সম্বল গরু হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে ইউপি সদস্য স্থানীয় জনপ্রতিনিধিরা গরু চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম চোরচক্রকে ধরতে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৭/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.