Sylhet View 24 PRINT

সিলেটে খাবারে বিষক্রিয়ায় লন্ডন প্রবাসী মহিলাসহ ৬ জন হাসপাতালে ভর্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ১৩:০৩:০৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর খাদিমপাড়া এলাকায় রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক লন্ডন প্রবাসীসহ একই পরিবারের ছয় জন অসুস্থ হয়ে হাপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাত ১২টায় অজ্ঞান অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ৬ জনের মধ্যে লন্ডন প্রবাসী মহিলা নামারা বেগম এবং মিছবাহ বেগমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

হাসপাতালে ভর্তি অন্যরা হচ্ছেন, মাইজা বেগম,মাহিমা বেগম,সাহেদা বেগম  এবং আজিজুর রহমান।

শাহপরান থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত করা হচ্ছে। পরে সবকিছু জানানো হবে।

বাসার কেয়ারটেকার আল আমিন  জানান, সিলেট নগরীর ৪ নং খাদিম পাড়া ইউনিয়নের আল মদিনা আবাসিক এলাকায় বাসার সবাই রাতের খাবার খাওয়ার পর প্রথমে বমি করেন এবং পরে  অজ্ঞান হয়ে পড়েন। রাত দশ টার কিছু পরে তিনি বাসায় এলে  সবাইকে অসুস্থ দেখে আশেপাশের লোকজন ও থানায় খবর দেন। পরে সবাইকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হয় । এসময় অবস্থার অবনতি হওয়ায় প্রবাসী মহিলা নামারা বেগমকে  রাত ৪ টায় এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয় জানান তিনি।

এ বিষয়ে রাতে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম কথা বলতে রাজি না হলেও তিনি জানান, ধারনা করা হচ্ছে খাবারের সাথে  চেতনানাশক কিছু মিশানো হতে পারে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/এমকে-এম 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.