Sylhet View 24 PRINT

সমাজের যেখানেই দূর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৩ ১৭:৪০:০৩

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট ::    সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার বলেছেন, লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধেও সোচ্চার হতে হবে। সমাজের যেখানেই অসংগতি বা দূর্নীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তাই শিক্ষার্থীরা সচেতন হলে সমাজ থেকে দূর্নীতি নির্মূল করা অনেকটাই সহজতর হবে।

তিনি বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে দূর্নীতিবিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিউল আলম সেলিম’র সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শাহজাহান সিরাজ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, দূর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক তৌফিকুল ইসলাম, গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল, সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, ওসি গোয়াইনঘাট মো. দেলওয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস শুক্কুর, আয়ুব আলী, আব্দুল আহাদ, বদরুল আলম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৭/এমএএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.