Sylhet View 24 PRINT

সিলেট নগরীতে স্থায়ী আবাসন চান কাকন বিবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ০০:০২:৪২

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে যে কোন স্থানে স্থানীয় বসবাসের সুযোগ চান বীরাঙ্গনা নুরজাহান বেগম (কাকন বিবি)। এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি আবেদন করেছেন কাকন বিবির মেয়ে সখিনা খাতুন।

ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বীরমুক্তিযোদ্ধা বীরাঙ্গনা নুরজাহান বেগম কাকন বিবি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনী নির্যাতন করে মৃত ভেবে তাকে এক জঙ্গলে ফেলে রেখে যায়। নির্যাতনের চিহ্ন এখনও কাকন বিবির শরীরে বিদ্যমান।’

আরো উলে­খ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ বীরাঙ্গনাকে অনেক সাহায্য করেছেন। গত ১৯ জুলাই কাকন বিবি অসুস্থ হয়ে পড়লে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় দেড় মাস পর গত ২৮ আগস্ট কাকন বিবিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ছাড়পত্রে প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানোর নির্দেশনা দেওয়া হয়। কাকন বিবির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়াবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় প্রতি সপ্তাহে একবার ডাক্তার দেখানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। এখনো কাকন বিবি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন নি। ঘন ঘন সিলেটে নিয়ে এসে ডাক্তার দেখালে শারিরীক অবস্থা আরো খারাপ হতে পারে। তাই বীরাঙ্গনা কাকন বিবিকে বাঁচিয়ে রাখতে সিলেট শহরে একটি স্থায়ী বাসিন্দার প্রয়োজন।’

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৭/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.