Sylhet View 24 PRINT

সিলেটে পূজা উদযাপন নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি পুলিশ সুপারের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ১৫:৫০:৩৫

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নির্বিঘ্নে শারদীয় দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে সবধরণের নিরাপত্তা নিশ্চিতের আশ^াস দিয়েছে জেলা পুলিশ। প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত জেলার প্রত্যেকটি উপজেলার পূজামন্ডপগুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে সিলেট পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আশ^াস দেন।

নিরাপত্তার স্বার্থে পূজামন্ডপে ভক্তদের ব্যাগ নিয়ে না আসার অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্ঠা প্রয়োজন। কোন পূজামন্ডপে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালালে সাথে সাথে তা পুলিশকে অবগত করারও পরামর্শ দেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ উস্কানি দিতে চাইলে এ ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, পরিষদের উপদেষ্ঠা এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ^াস, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক তনয় পুরকায়স্থ, আনসারের সহকারির পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

এবছর সিলেট জেলা ও মহানগরীতে ৫৭৬টি পূজামন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ সেপ্টেম্বর ২০১৭/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.