Sylhet View 24 PRINT

রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘ, ওআইসির হস্তক্ষেপ কামনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-১৪ ২০:০৫:১৮

সিলেট :: সিলেট বিভাগ গণদাবী ফোরামের এক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে নগরীর সুরমা মার্কেটস্থ ৩/১৩ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রিয় প্রতিষ্ঠাতা সভাপতি আখলাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সুফি মোহাম্মদ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি এস.এ শফি, সিনিয়র সহ সভাপতি ইয়াওর বক্ত চৌধুরী, সহ সভাপতি জমির উদ্দিন আহমদ চেয়ারম্যান, রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুস শহীদ, আনোয়র উদ্দিন বুরহানাবাদী, নাজিম বিন নজরুল, দপ্তর সম্পাদক পূর্ণেন্দু দাস মল্লিক, মোনাইর আলী, দ্বীপাল চক্রবর্তী, কাউন্সিলর কোহিনুর ইয়াছমিন ঝর্ণা, কাউন্সিলর জাহানারা খানম মিলন, ধনঞ্জয় চৌধুরী, এম.এ জলিল, হাজী মাওলানা আব্দুল করিম, মো. আইয়ুব আলী, সুলতান আহমদ মাসুক, আব্দুল মালিক, হাসান বক্স চৌধুরী কাওসার, আজির উদ্দিন খান, মো. ইছহাক, সালমা আলী, তানজিলুর রহমান, ঝর্ণা রাণী চক্রবর্তী, রুবি ফাতেমা ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা রোহিঙ্গা মুসলিম শিশু, নারী-পুরুষদের মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাখাইনে মুসলিম গণহত্যা সভ্য জগতের কোন মানুষ মেনে নিতে পারে না। অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে জোড়ালো ভূমিকা রাখার আহবান জানান।

সভায় নিম্নোক্ত দাবী-দাওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। ১. অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করে তাদেরকে স্বদেশে ফিরিয়ে নিতে হবে। ২. কফি আনান কমিশনের ভিত্তিতে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে ৩. রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসংঘ, ও.আই.সি সহ বিশ^ সম্প্রদায়কে সোচ্চার হতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৭/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.