Sylhet View 24 PRINT

সিলেট থেকে বিশাল গাড়িবহর যাচ্ছে টেকনাফে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৯-২১ ০০:১২:৩৩

নিজস্ব প্রতিবেদক :: মায়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে বিশাল গাড়িবহর যাচ্ছে আজ বৃহস্পতিবার। ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক একটি সংগঠনের উদ্যোগে আজ সকালে সিলেটের চন্ডীপুল থেকে রোডমার্চ যাত্রা শুরু করবে টেকনাফের উদ্দেশ্যে।

সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, সকাল ১০টায় ৫০-৬০টির মতো গাড়ি নিয়ে সিলেট থেকে যাত্রা শুরু হবে। বিভিন্ন জেলা থেকে আরো দেড়শ’র মতো গাড়ি রোডমার্চে যোগ দেবে।

তিনি জানান, রোডমার্চটি ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে দুপুরের খাবার পর্ব শেষ করবে। যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। রাতে ফেনীর লালপুল সুলতানিয়া মাদরাসায় রাত্রিযাপন করা হবে। পরদিন শুক্রবার সকালে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে বিকাল ৩টার দিকে কক্সবাজার পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। প্রশাসন থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িবহর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কক্সবাজার থেকে বিক্ষিপ্তভাবে তারা টেকনাফে পৌঁছাবেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৭/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.