Sylhet View 24 PRINT

বিরিয়ানি রেঁধে খাওয়ায় ৬,০০০ টাকা জরিমানা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৩ ০১:৩৪:৩৫

সামান্য বিরিয়ানি খেতে গিয়ে যে এমন বিপাকে পড়তে হবে, তা বোধহয় ভাবেননি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। বিরিয়ানি খেতে গিয়ে ৬,০০০ টাকা জরিমানা হয়েছে তাদের।

খবর অনুযায়ী, সেই চার ছাত্র বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সিঁড়ির কাছে বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া সারেন। রান্নার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই ছাত্র মহম্মদ আমির। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের মধ্যে এমন কাজ গুরুতর ও অশোভনীয় বলে জানানো হয়।

তার পরেই জরিমানার নোটিশ পাঠানো হয় তাদেরর কাছে। চারজনকে মোট ৬০০০ থেকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আমিরকে সতর্কবার্তাও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাকে বলা হয়েছে, আগামীদিনে এই ধরনের কাজ ফের করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.