Sylhet View 24 PRINT

৫টি অদ্ভুত এয়ারলাইনস!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৪ ০০:৫০:৫৩

১. VietJet Air: এই সংস্থার বিমানের এয়ারহোস্টেসরা সবসময় বিকিনি পরে থাকেন। ফলে এই বিমানে ওঠার আগ্রহ বরাবরই বেশি যাত্রীদের মধ্যে।

২. The German nude airlines: জার্মানদের নগ্নতা নিয়ে তেমন কোন সমস্যা নেই। ২০০৮-এ জার্মান ট্রাভেল এজেন্সি প্রথম নিয়ে আসে একটি বিশেষ বিমান। যা সামার ট্রিপে নিয়ে যাবে এরফুর্ট থেকে বাল্টিক সাগরে। বিমানে ওঠার সময় পোশাক থাকবে, তবে বিমানে উঠে পোশাক খুলে ফেলতে পারবেন যাত্রীরা।

৩. KLM Royal Dutch Airlines: বিমানে পাশে কে বসবে, তার ফেসবুক প্রফাইল দেখে নিতে পারবেন আপনি। বিমান ওড়ার বেশ কিছুক্ষণ আগে থেকে এই সুযোগ দেওয়া হয়। আপনার পাশের জনটি কেমন তার ফেসবুক ও লিংকড-ইন প্রোফাইলে তা দেখে নেওয়া যাবে। আর পছন্দ না হলে অন্য জায়গায় বসারও ব্যবস্থা থাকবে। তাদের এই ব্যবস্থার নাম ‘meet the seat’.

৪. VA Air Hello Kitty: হ্যালো কিটি। এই থিমেই সাজানো পুরো বিমান। শুনতে অবাক লাগলেও এটা তাইওয়ানে বেশ জনপ্রিয়। বিমানের ন্যাপকিন কিংবা বালিশ সবেতেই থাকে হ্যালো কিটি থিম। এমনকি বিমানেও অমন রঙই করা হয়েছে।

৫. Air Malta: বিমানে ভ্রমণ কররা সময় সময় তো কাটতেই চাব না। সেইসময় কেউ যদি মাথা মসাজ করে দেয়, তাহলে মন্দ হয় না। তেমনই অভিজ্ঞতা পাবেন এই এয়ারলাইনসে। ঘাড়, মাথা কিংবা পায়ে মসাজ করে দেবেন সুন্দরীরা। এমনকি বিনামূল্যে স্পা ভাউচার আর প্রসাধনীও দেওয়া হয়।  কলকাতা টুয়েন্টিফোর।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.