Sylhet View 24 PRINT

মহাসমারোহে চুমু প্রতিযোগিতা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১২-১৩ ০১:৩১:৪৯

প্যারিস-ভিয়েনা হলে আলাদা কথা। প্রকাশ্যে চুমু দেওয়াটা সেখানে নিতান্তই ছেলেখেলা। চুম্বনের মাধ্যমে প্রেয়সীর সঙ্গে আপনার প্রেম বিনিময়ের দিকে কেউ ভ্রূক্ষেপও করবে না। তবে ভারত উপমহাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন।

ভারত উপমহাদেশে এভাবে প্রকাশ্যে প্রেম নিবেদন করলে বিতর্কের মুখে পড়তেই হবে। তবে সব সমালোচনা ও প্রতিকূলতা পাশ কাটিয়ে ভারতের ঝাড়খন্ডে রাজ্যের আদিবাসীদের মধ্যে মহাসমারোহে অনুষ্ঠিত হলো চুমু প্রতিযোগিতা।

স্থানীয় সময় শনিবার রাতে রাজ্যের পাকুর জেলার লিট্টিপারা এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা তিন চুম্বনকারী দম্পতির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

চুমু প্রতিযোগিতার আয়োজন করেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) বিধায়ক সাইমন মারান্ডি। তিনি জানান, প্রেম, ভালোবাসা ও আধুনিকতার প্রসার ঘটাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রকাশ্যে চুম্বনের মাধ্যমে আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে দ্বিধা, সংশয় ও ভয় কেটে যাবে। এতে আদিবাসী দম্পতিদের মধ্যে বোঝাপড়া ও গভীরতা একদিকে যেমন দৃঢ় হবে, অন্যদিকে বিবাহবিচ্ছেদ কমে যাবে।

শনিবারের চুমু প্রতিযোগিতা দেখতে হাজির হন শত শত মানুষ। সেখানে উপস্থিত ছিলেন জেএমএম বিধায়কসহ দলের প্রথম সারির নেতারাও।

এদিকে প্রকাশ্যে চুমু প্রতিযোগিতায় আপত্তি তুলেছে ঝাড়খন্ডের ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপির নেতা রমেশ পুস্কর বলেন, আদিবাসীদের মন থেকে সংকোচ দূর করার অন্য উপায়ও আছে। এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে সাইমন মারান্ডি আদিবাসীদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করেছেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.