Sylhet View 24 PRINT

'নো প্যান্টস' রাইডে মেতে উঠল নিউইয়র্ক !

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-০৯ ০১:১৭:৪২

যুক্তরাষ্ট্র জুড়ে এখন প্রবল ঠাণ্ডা।  বাড়ি থেকে বেরোনো তো দূরের কথা, গরম কফি নিয়ে রুম হিটার চালিয়ে বসে থাকাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সেসব ভুলে নিউইয়র্ক মেতে উঠল ‘নো প্যান্টস’ রাইডে। ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’ হল এখানকার একটি বার্ষিক অনুষ্ঠান। প্রত্যেক বছর ডিসেম্বর-জানুয়ারিতে পালিত হয় এই আজব রীতি। এইসময় ট্রাউজার বা প্যান্ট পরেনা তারা। কেবলমাত্র আন্ডারওয়্যার আর জামা পরে সাবওয়েতে যাতায়াতই এই উদযাপনের মূল কথা।

বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’। ২০০১ সালে প্রথম নিউইয়র্কে সাত জনের একটি দল মেট্রোতে প্যান্ট ছাড়া ভ্রমণ করে এবং একটি প্র্যাংক ভিডিও শ্যুট করে, যেটি ২০০৭ সালে ইউটিউবে আপলোড করার পরেই ভাইরাল হয়ে যায়। যদিও প্রত্যেক বছর অনুষ্ঠানের তারিখ পাল্টায়। এবছরের ৭ জানুয়ারি হয়ে গেল সেই ‘নো প্যান্ট সাবওয়ে রাইড’।  এই বছরের একজন অংশগ্রহণকারীকে প্রশ্ন করা হলে উনি জানান, এই অনুষ্ঠানের এইটাই নিয়ম।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.