Sylhet View 24 PRINT

সুস্বাদু খাবার রান্না না করায় স্ত্রীকে তালাকের সিদ্ধান্ত!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-০৫ ০০:২২:৪৪

স্বামীর দেখাশুনা কিংবা দেরিতে বাড়ি ফেরার পর তাকে খাওয়ার পানি না দেয়া নিষ্ঠুরতা নয়। সম্প্রতি ৫২ বছর বয়সী একটি ব্যক্তির তালাক আবেদন খারিজ করে দিয়ে বোম্বে হাইকোর্ট এ মতামত ব্যক্ত করেছে।

২০০৫ সালে বিয়ে করেন ওই ব্যক্তি। ২০১২ সালে তার করা তালাক আবেদন নিম্ন আদালত খারিজ করে দেয়। পরে তিনি উচ্চ আদালতে ওই রায় চ্যালেঞ্জ করেন। কিন্তু বোম্বে হাইকোর্টও এবার জানিয়ে দিয়েছে তার অভিযোগের কোনো ভিত্তি নেই।

৪০ বছরের স্ত্রীকে যেসব 'ভিত্তিহীন' কারণে ওই ব্যক্তি তালাক দিতে চান তা তিনি পয়েন্ট আকারে তুলে ধরেছেন। তার মধ্যে দুইটি কারণ হল:

১.স্ত্রী তার বাবা-মার সঙ্গে ঝগড়া করে এবং তাদের তাড়িয়ে দিতে চায়।
২. স্ত্রী অফিস থেকে বাসায় ফিরেই একটু ঘুমিয়ে নেয়। সাড়ে আটটা নাগাদ রান্না করে। কিন্তু সেই খাবার এতটাই বিস্বাদ যে মুখে তোলা যায় না।

তালাকের আবেদন করা ওই ব্যক্তি আদালতে স্বাক্ষী হিসেবে উপস্থাপন করেন তার বাবাকে। তার স্ত্রীর হয়ে স্বাক্ষী দেন প্রতিবেশী ও এক দেবর। তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই নারী সারাদিন ঘরে-বাইরে কাজ করেন। উল্টো শ্বশুর-শাশুড়িই তাকে চাপের মধ্যে রেখে কথা শোনান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.