Sylhet View 24 PRINT

মন্দিরের 'দান বাক্স' থেকে বেরিয়ে এল আইফোন ৬ এস!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৩ ০০:২০:০৩

ভারতের অন্ধ্র প্রদেশের এক মন্দিরের প্রণামী বা দান বাক্স থেকে বেরিয়ে এল মোবাইল ফোন। তাও আবার ‌যে সে ফোন নয়। সেই ফোন হালের অন্যতম দামি আইফোন ৬এস।

জানা গেছে, চলতি সপ্তাহে অন্ধ্রের কৃষ্ণা জেলার সুব্রহ্মণ্যম স্বামী মন্দিরের প্রণামী বাক্সে এক ভক্ত রেখে গেলেন সেই মোবাইল ফোন। গতকাল রবিবার সপ্তাহ শেষে সেই বাক্স খুলতেই অবাক মন্দির কর্তৃপক্ষ। বেরিয়ে এল ঝকঝকে একটি আইফোন ৬ এস।

এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এবার সমস্যায় পড়েছেন মন্দির কর্তৃপক্ষ। কী হবে সেই দামি প্রণামী নিয়ে। বাধ্য হয়েই মন্দির কর্তৃপক্ষ এখন সরকারকে চিঠি লিখেছে। তবে মন্দিরের পক্ষ থেকে জানা গেছে, এমন ধরনের কোনও জিনিস প্রণামী বাক্সে পড়লে তা মাটিতে পুঁতে ফেলা হয়।

বিজয়ওয়াড়া থেকে ৬৫ কিলোমিটা দূরে সুব্রহ্মণ্যম স্বামী মন্দির। সাধারণভাবে চোখ, কানের কোনও অসুখ সারনোর জন্য ভক্তরা এই মন্দিরে এসে মানত করেন।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.