Sylhet View 24 PRINT

১২ ঘণ্টা স্টেশনে পড়ে রইল লাশ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-১৪ ০০:১৭:২০

স্টেশনের পাশেই পড়ে রয়েছে লাশ। যাতায়াতের পথে সকলের নজর পড়ছে, সবাই দেখছে, কানাঘুষো করছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেউ হয়তো কিছুটা খোঁজখবর করার চেষ্টা করছে। তবুও ১২ ঘণ্টা ধরে সেখানেই পড়ে থাকল লাশ।

মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া স্টেশন চত্বরে।

রবিবার বিকালে বাঁকুড়া স্টেশনে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্ল্যাটফর্মের পাশে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা খবর দেন রেলপুলেশে। রেলপুলিশ যায়, মৃতদেহ দেখে, অথচ তারা বলে, এটা নাকি জিআরপি-র দায়িত্ব। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জিআরপিও দায় রেল পুলিশের ঘাড়ে ঠেলে দেয়। এইভাবে দুপক্ষের টালবাহানে কেটে যায় ১২ ঘণ্টা। মৃতদেহ তোলা নিয়ে রাতভর চলে জিআরপি-রেল পুলিশ টালবাহানা। মৃতদের ঘিরে জমতে থাকে ভিড়, মাছি ভোঁ ভোঁ করতে থাকে দেহের ওপর।

সোমবার সকালে শেষমেশ হস্তক্ষেপ করেন স্টেশন মাস্টারই। বাঁকুড়া সদর থানার পুলিশ এসে দেহটি নিয়ে যায়। কিন্তু কেন এমনটা হল? কেন ১২ ঘণ্টা ধরে প্রকাশ্যে পড়ে রইল একটা লাশ? স্টেশনে ঘটনাটি ঘটলেও, কেন রেল পুলিশ কিংবা জিআরপি দায়িত্ব নিল না? সে প্রশ্ন উঠছে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.