আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

বালিশ যখন জীবন্ত চিতাবাঘ!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৪ ০০:৫৮:৪১

ডল্ফ সি ভলকর। দক্ষিণ আফ্রিকান এই প্রাণীবিদ পেশায় অ্যানিম্যাল অ্যাডভোকেট। ডল্ফ চিতা এক্সপিরিয়েন্সে ভলেন্টিয়রের কাজ করতেন। কাজ করতে করতেই চিতাদের সঙ্গে তার গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে।

রাতের বেলা নরম বালিশ হলে ঘুম ভাল হয়। কিন্তু তা বলে সব ছেড়ে ছুড়ে চিতা! হ্যাঁ, শেষ পর্যন্ত খোদ চিতার পশমে মোড়া শরীরকেই বালিশ হিসাবে ব্যবহার করলেন এই ব্যক্তি! শুধু তাই নয়, চিতার সঙ্গে কাটানো সেই মুহূর্তের ভিডিও তুলে শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। বন্য পশুর সঙ্গে মানুষের গভীর হৃদ্যতার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

জানা যায়, এই চিতাটি জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় প্রথম থেকেই তার প্রতি আলাদা ভালবাসা গড়ে উঠেছে ডল্ফের। এই স্ত্রী আফ্রিকান চিতাটির জন্ম হয়েছে স্টেরাইল মেনিনজাইটিস নিয়ে। ফলে তার দেহে হাড় ও স্নায়ু ভাল ভাবে বিকশিত হয়নি বলে জানা যায়।

শেয়ার করুন

আপনার মতামত দিন