আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

প্লেনে 'স্ট্যান্ড আপ সিট', কমবে যাত্রী ভাড়া!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৪ ০০:৪৫:২৭

ইতালিয়ান সিট নির্মাতা এভিয়েশনটেরিওরস নতুন ডিজাইনের সিটগুলো তৈরি করেছে। এ সিটগুলো ব্যবহারে প্লেনের ২০ শতাংশ যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাসে সিটে বসে থাকার পাশাপাশি বহু মানুষ দাঁড়িয়ে যেতে পারলেও প্লেনে পাওয়া যায় না। কারণ নিরাপত্তার খাতিরে প্লেনে দাঁড়িয়ে যাওয়া কোন ক্রমেই নিরাপদ নয়। তবুও প্লেনের যাত্রীদের জন্যও অভিনব এ আসনের ডিজাইন করা হয়েছে। অনেকটা দাঁড়িয়ে যাওয়ার মতোই এ সিটগুলো। স্বল্প দূরত্বের ভ্রমণে যাত্রীদের এ সিটে খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন ডিজাইনাররা।

বাণিজ্যিক প্লেনে নতুন এ সিট যুক্ত করার বিষয়টি কয়েকটি এয়ারলাইন্স বিবেচনা করছে বলে জানা গেছে। তবে এখনো কোনো প্রতিষ্ঠান চূড়ান্ত ঘোষণা দেয়নি।

শেয়ার করুন

আপনার মতামত দিন