Sylhet View 24 PRINT

রোগী চোট পেয়েছে মাথায়, অস্ত্রোপচার হল পায়ে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-২৬ ০০:৩১:২২

রোগী মাথায় আঘাত পেয়েছেন কিন্তু চিকিৎসক পায়ে সার্জারি করে দিয়েছেন৷ এমনই এক ঘটনা শোরগোল ফেলেছে৷ ভারতের রাজধানী দিল্লির একটি ট্রমা সেন্টারে ঘটেছে এমন ঘটনা৷

এর আগেও এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গেছে চিকিৎসক রোগীর অপারেশন করার সময় ভুলে হাত ঘড়ি, গজ, এমনকি ছুরি কাঁচি পর্যন্ত পেটে রেখে দিয়েই পেট সেলাই করে দিয়েছেন৷ কিন্তু এই রকম ঘটনা নজির বিহীন যেখানে চিকিৎসক মাথার চিকিৎসা করতে গিয়ে পায়ের অপারেশন করে দিয়েছেন৷

জানা গেছে, সেই ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন অসুস্থ বিজেন্দ্র ত্যাগী৷ একটি দুর্ঘটনায় তার মাথায় ও মুখে সামান্য চোট লাগে৷ তাই চিকিৎসা করাতে সেই ব্যক্তিকে ট্রমা সেন্টারে ভর্তি করানো হয়৷ সেখানেই সার্জন তার মাথার চিকিৎসা না করে পায়ের অস্ত্রোপচার করে দিয়েছেন৷

এই মারাত্মক ভুল নাকি হয়েছে একই নামের দুজন রোগী ভর্তি থাকার জন্য৷ সেই হাসপাতালের এক চিকিৎসক  জানিয়েছেন, “সেই রোগীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷”

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.