Sylhet View 24 PRINT

রেকর্ড মূল্যে বিক্রি হল সেই বিতর্কিত চিত্রকর্ম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-১৬ ০০:৪১:৩২

ইতালিয়ান শিল্পী আমিদিও মোদিগলিয়ানির আঁকা নগ্ন নারী সম্বলিত চিত্রকর্মটি নিয়ে এক সময় বেশ বিতর্ক হয়েছিল।  এবার সেটিই বিক্রি হয়েছে রেকর্ডমূল্যে।  চিত্রকর্মটির দাম ১৫০ মিলিয়ন ডলার উঠবে বলে ধারণা করা হয়েছিল।

সোমবার সন্ধ্যায় 'ন্যু কোচ' নামের নিউ ইয়র্কে চিত্রকর্মটি বিক্রি হয় ১৫৭.২ মিলিয়ন ডলারে।  ১৯১৭ সালে প্রথমবারের মতো প্যারিসে চিত্রকর্মটি প্রদর্শিত হয়। সেই সময় ছবিটি এতটাই বিতর্কের সৃষ্টি করেছিল যে পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।  প্যারিসের সেই গ্যালারি কর্তৃপক্ষের বিরুদ্ধে তখন 'শালীনতা ভঙ্গ' এর অভিযোগ আনা হয়েছিল।

২০০৩ সালে মাত্র ২৬.৯ মিলিয়ন ডলারে লাস ভেগাস ক্যাসিনোর ধনকুবের স্টিভ ভাইন থেকে চিত্রকর্মটি কিনে নেন জন ম্যাগনিয়ার নামের এক আইরিশ।  তিনিই চিত্রকর্মটি নিলামে তুলেছিলেন। সূত্র: সিএনএন

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.