Sylhet View 24 PRINT

এক বোতল মদের দাম এক কোটি টাকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-২৮ ০০:৪৫:৫৯

ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের আমলের মদ বলে কথা! সেটি যে রেকর্ডমূল্যেই বিক্রি হবে তা তো জানা কথাই। কিন্তু ১৭৭৪ সালে তৈরি এক বোতল ভিনটেজ মদ শনিবার বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৭০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকারও বেশি), যা রীতিমতো রেকর্ডের জন্ম দিয়েছে।  নিলাম প্রতিষ্ঠান জুরা এনচেরেস' এ তোলা আরও দুই বোতল মদ বিক্রি হয়েছে যথাক্রমে ৭৬ হাজার ২৫০ ইউরো ও ৭৩ হাজার ২০০ ইউরোতে।

নিলামকারী ফিলিপে এটিয়েভ্যান্ট বলেন, ১৭৭৪ সালের এক বোতল মদ পরীক্ষা করেছিলেন ২৪ বিশেষজ্ঞের একটি দল।  তারা সেটিকে মানের দিক দিয়ে ১০ এ ৯.৪ নম্বর দিয়েছিলেন।  ২০১১ সালে একই ধরনের এক বোতল মদ বিক্রি হয়েছিল ৫৭ হাজার ইউরোতে।

পৃথিবীর সবচেয়ে পুরোনো এ মদগুলো তৈরি হয়েছে ফ্রান্সের জুরা অঞ্চলে।  তৈরি করেছিলেন আনাতৌলি ভারসেল বিন জুয়ান।  তার বংশধরদের কাছে রক্ষিত ছিল বোতলগুলো।  নিলামে এত দামে এগুলো বিক্রি হবে তারাও আশা করেননি।  আঙুর বাগানের জন্য বিখ্যাত ফ্রান্সের পাহাড়ি জুরা অঞ্চলে এখনো মদ তৈরি হয়।  সূত্র: এএফপি ও রয়টার্স

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.