Sylhet View 24 PRINT

আসছে ২৫ ঘণ্টার দিন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-০৯ ০০:৩০:৫২

অনেকেই ভাবে, দিনরাতের ব্যাপ্তি আরো এক ঘণ্টা বেশি হলে ভালো হতো। তাদের জন্য একটা ভালো খবর শোনালেন বিজ্ঞানীরা। গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, ভবিষ্যতে ২৫ ঘণ্টার দিন আসছে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে কোটি কোটি বছর।

গবেষণাটি যৌথভাবে করেছেন ইউনিভার্সিটি অব কলাম্বিয়া ও ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের গবেষকরা। তাঁদের গবেষণাপত্রটি সম্প্রতি ছাপা হয়েছে ‘প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ সাময়িকীতে। তাতে বিজ্ঞানীরা জানান, এই মুহূর্তে পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার। কিন্তু প্রতিবছর চাঁদ পৃথিবী থেকে ৩ দশমিক ৮২ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। নিজস্ব কক্ষপথে ঘোরার সময় চাঁদের যে গতি থাকে, পৃথিবী  তার চেয়ে তিন ঘণ্টা বেশি গতিতে নিজ কক্ষপথে ঘোরে।

বিজ্ঞানীরা বলছেন, দূরত্ব বেড়ে যাওয়ার কারণে চাঁদ ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির হেরফের ঘটছে। নির্দিষ্ট করে বলতে গেলে, এই হেরফেরের কারণে পৃথিবীর নিজ কক্ষপথে আবর্তনের গতি কমে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর দিনরাতের ব্যাপ্তি বাড়ছে। বিজ্ঞানীরা হিসাব কষে দেখেছেন, পৃথিবীর দিনরাতের ব্যাপ্তি প্রতিবছর এক সেকেন্ডের এক হাজার ভাগের ৭৪ ভাগ বাড়ছে। সূত্র : এক্সপ্রেস।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.