আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ঘোড়ার পিঠে চড়িয়ে ‘শিক্ষা’!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৬-১১ ০০:৪০:৩৯

শাস্তি-জরিমানা, কোন কিছুতেই ঠেকানো যাচ্ছে না নিয়ম ভেঙে মোটরসাইকেল চালানো। অবশেষে নতুন পন্থা অবলম্ভব করল পুলিশ। সেফ ড্রাইভ সেফ লাইফ সুনিশ্চিত করতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের ঘোড়ার পিঠে বসিয়ে রীতিমতো ফটোসেশন করা হল। আইনভঙ্গকারীদের দেওয়া হল টফি এবং গোলাপও।

কিন্তু হঠাৎ ঘোড়ার পিঠে বসানোর পরিকল্পনা কেন?

ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের ট্রাফিক ওসি সঞ্জয় মুখোপাধ্যায় জানান, ‘‘আগেকার দিনে মানুষের মোটরসাইকেল ছিল না। হাতি, ঘোড়ার পিঠে সওয়ার হতেন তারা। তাতে হেলমেট লাগত না। কিন্তু মোটরসাইকেলে চড়লে হেলমেট পরতে হবে। এটাই সবাইকে মনে করিয়ে দেওয়া হল।’’

শেয়ার করুন

আপনার মতামত দিন