আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

এবার যানজটের কবলে পড়বে আকাশও!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-০৮ ০০:৪০:০৭

সারা বিশ্বেই উড়োজাহাজের সংখ্যা বেড়ে চলেছে। এভাবে বাড়তে থাকলে দ্রুত আকাশেও সড়কপথের মতো 'যানজট' তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বের অন্যতম বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস। তারা এবার যে গ্লোবাল মার্কেট ফোরকাস্ট প্রকাশ করেছে তাতে উঠে এসেছে উড়োজাহাজের সংখ্যাবৃদ্ধির পরিসংখ্যান।

এয়ারবাস জানিয়েছে বর্তমানে যে পরিমাণে বিমান আকাশে উড়ছে তা আগামী ২০ বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। আর এত বিপুল সংখ্যক প্লেন বৃদ্ধি সত্যিই উদ্বেগজনক।

বর্তমানে বিশ্বে ২১,৪৫০টি উড়োজাহাজ রয়েছে। তবে এ সংখ্যা  ২০৩৭ সাল নাগাদ বেড়ে ৪৭,৯৯০-এ পৌঁছাবে। এটি প্রায় ১২৩ শতাংশ বৃদ্ধি। তবে অনুমান করা হচ্ছে, এ সময়ে নতুন প্লেন সংযোজন হবে ৩৭,৩৯০টি।

নতুন মডেলের প্লেনগুলো আগের তুলনায় ছোট ও জেটইঞ্জিন বিশিষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

আপনার মতামত দিন