আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

যে রাজ্যে বিয়ের আগে বর-কনের ডোপ টেস্ট!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৮ ০০:২৬:৩৮

ক্রীড়াঙ্গনে মাদকাসক্তদের শনাক্তের উদ্দেশ্যে ডোপ টেস্ট করা হয়ে থাকে।তাই খেলাধুলায় খেলোয়াড়দের ডোপ টেস্ট একটি স্বাভাবিক বিষয়। খেলার আগে তাদের রক্ত এবং মূত্র পরীক্ষা করে দেখা হয় তারা শারীরিক শক্তিবর্ধক কোনো ওষুধ কিংবা মাদক সেবন করেছে কিনা। কিন্তু তাই বলে বিয়ের আগে ডোপ টেস্ট?

শুনতে আশ্চর্যজনক হলেও এই বিষয়টি ঘটেছে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডিগড়ে। সেখানে স্বামীর মাদক সেবনজনিত কারণে একাধিক বিয়ে ভেঙ্গে যাওয়ার দরুণ রাজধানী কর্তৃপক্ষ পাঞ্জাব এবং হরিয়ানা  হাইকোর্টে একটি লিখিত সুপারিশ দাখিল করেছে।

রাজধানী কর্তৃপক্ষ জানিয়েছে মাদক সেবনজনিত কারণে রাজ্যে একের পর এক বিয়ে ভেঙ্গে যাচ্ছে। ফলে সময় এসেছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার। তারা পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করতে প্রস্তুত আছে। হাইকোর্ট কর্তৃপক্ষ এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে। এতে করে উদ্যোগটি যদি গৃহীত হয় তবে এটিই হবে ভারতের প্রথম কোনো রাজ্য যেখানে বিয়ের আগে বর-কনে উভয়কে ডোপ টেস্টে উতরে বিয়ের পিড়িতে বসতে হবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন