আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রাতের আকাশে ফের অজানা বস্তু ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-০৬ ০১:০৭:৪৪

রাতের আকাশে অজানা এক বস্তু। সেই বস্তুর চেহারা এতটাই ‘অপার্থিব’ যে, তাকে ভিনগ্রহীদের যান বলে মনে হল সবার। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লট শহরের আকাশে দেখা যায় সেই রহস্যময় বস্তুটিকে

জানা যাচ্ছে, জ্যাভিয়ন হিল নামের এক ব্যক্তি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সেই বস্তুর ছবি। তারপরেই শুরু হয় বস্তুটিকে নিয়ে বিতর্ক। জ্যাভিয়ন জানিয়েছেন, তিনি শার্লট শহরের দক্ষিণ-পশ্চিমাংশে গাড়ি চালাতে চালাতে এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন। সেই রাতে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছিল। সেই সময়েই আকাশে চতুষ্কো‌ণ উড়ন্ত বস্তুটিকে দেখা যায়। তাতে আলোও জ্বলছিল।

দৃশ্যটি দেখে জ্যাভিয়ন রীতিমতো ভয় পেয়ে যান। তিনি সে রাতে ঘুমোতে পারেননি। তিনি সেই উড়ন্ত বস্তুর ভিডিও তুলতেও চেয়েছিলেন। কিন্তু তার আগেই এই বস্তুটি উধাও হয়ে য়ায়। ফেসবুকে জ্যাভিয়নের পোস্ট করা ছবি দেখে অনেকেই এটিকে ইউএফও বলে সন্দেহ করেছেন।

কিন্তু জ্যাভিয়নের নিজের ধারণা, এটি কোনও সামরিক বিমান। কোনও গুপ্তচর বিমানও হতে পারে। তবে ইউএফও বিশ্বাসীরা বলছেন, নর্থ ক্যারোলিনায় এর আগেও বেশ কিছু ইউএফও দেখা গেছে। এটি সেই রকমই কিছু হবে।  


শেয়ার করুন

আপনার মতামত দিন