Sylhet View 24 PRINT

যমজ সন্তানের জন্ম দিলেন যমজ চিকিৎসক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৮ ০২:০৩:১৩

যমজ সন্তানের জন্ম দিলেন যমজ দুই চিকিৎসক। কাকতালীয় মনে হলেও সত্যিই এমন ঘটনার সাক্ষী লেবানন। ৩২ বছর বয়সী যমজ চিকিৎসকেরা যে হাসপাতালে জন্মেছিলেন, সেই হাসপাতালেই যমজ সন্তানের জন্ম দিলেন দু'জনে। তবে এক্ষেত্রে একটি কন্যা সন্তান ও আরেকটি পুত্রসন্তান।

লেবাননের এক নারী গর্ভবতী হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই এক নার্সিংহোমে চিকিৎসা নিচ্ছিলেন। নাথানের তদারকিতেই চিকিৎসা চলছিল তার। কয়েকমাস পর জানা যায় গর্ভে যমজ সন্তান রয়েছে তার।

নারী বলেন, যমজ সন্তানের কথা ভেবেই ভয় লাগছিল। ভাবছিলাম কীভাবে সামলাব দু'জনকে। তবে চিকিৎসক নাথান সাহস জুগিয়েছিলেন।'

মঙ্গলবার ওই নারীর কোল আলো করে ওই হাসপাতালেই জন্মান জেভিয়ার এবং গেনডোলিন। অস্ত্রোপচার করেন চিকিৎসক নাথান ও ম্যাথু কেলার। দুই সন্তানকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছেন ওই নারী।

তিনি বলেন, চিকিৎসক নাথান না থাকলে, একইসঙ্গে দুই সন্তানের মা হওয়া সম্ভব হত না।

যমজ সন্তানের জন্মের এই প্রেক্ষাপটে নতুনত্ব কিছুই নেই। কিন্তু চিকিৎসকের পরিচয় শুনলে অবাক হতে বাধ্য আপনি। চিকিৎসক নাথান ও ম্যাথু দু'জনেই বত্রিশ বছর বয়সী। ওই নার্সিংহোমেই জন্মান তারা। এরপর একইসঙ্গে বেড়ে ওঠা। পড়াশোনা। এমনকী বর্তমানে দু'জনে একই বিভাগের চিকিৎসক। কিন্তু দু'জনে মোটেই বন্ধু নন, তারা আদতে যমজ ভাই। এই দুই যমজ ভাইয়ের তত্ত্বাবধানেই যমজ দুই সদ্যোজাতের জন্মের ঘটনায় কাকতালীয় হলেও, সত্যি।

ঘটনা অবাক করেছে সকলকেই। এমনকী যমজ সন্তানের জন্ম দেওয়ার পর চিকিৎসকদের পরিচয় শুনে তাজ্জব সন্তানদের মা ও।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.