Sylhet View 24 PRINT

এক রাতে ৫০০০ বিয়ে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২২ ০০:৫৮:১৬

দিনে দূষণ, রাতে জ্যাম। এই সাঁড়াশি আক্রমণেই গত সোমবার রাতে কার্যত নাভিশ্বাস উঠে ভারতের রাজধানী দিল্লির। এক রাতে অনুষ্ঠিত হয় পাঁচ হাজার বিয়ে। এই বিপুল সংখ্যক বিয়ে বাড়ির অনুষ্ঠানের অতিথিদের যাতায়াতে ব্যাপক যানজটের কবলে পড়ে রাজধানীর রাজপথ। আধ ঘণ্টার রাস্তা যেতে কোথাও দুই ঘণ্টা, কোথাও বা তারও বেশি সময় লেগেছে।

রাস্তায় এক হাজার অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার অলোক কুমার বলেন, 'আমাদের হিসাবে সোমবার রাতে পাঁচ হাজার বিয়ে বাড়ি ছিল। রাস্তায় অতিরিক্ত এক হাজার কর্মী নামানোর পাশাপাশি আমাদের টুইটার হ্যান্ডলেও নিয়মিত আপডেট দেওয়া হয়েছে।'

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ে বাড়ির হাজার হাজার নিমন্ত্রিত। তার সঙ্গে সেই তালিকায় ছিলেন প্রচুর ভিআইপি-ভিভিআইপি। তাদের যাতায়াতের জন্যও যানজট বেড়েছে বলে মনে করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।

যানজট মোকাবিলায় রাতেও রাস্তায় টহল দিয়েছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যেখানে সেখানে বেআইনি পার্কিং দেখলেই সেগুলো সরিয়ে দিয়েছেন বা গাড়ি তুলে নিয়ে গিয়েছেন। বিশেষ নজর ছিল দক্ষিণ-পূর্ব দিল্লিতে। কারণ রাজধানীর বেশির ভাগ কমিউনিটি সেন্টারই ছত্রপুর, মেহরাউলি, এম জি রোড, কাপাশেরা, রাজৌরি গার্ডেন, পাঞ্জাবি বাগ, দ্বারকা লিঙ্ক রোড, আলিপুর লক্ষ্মীনগর এলাকায়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.