Sylhet View 24 PRINT

এক টুনা মাছের দাম ৩১ লাখ ডলার!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-০৬ ০০:৩০:১২

২৭৮ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে টোকিওর নতুন মাছবাজারে। যা বাংলাদেশি মুদ্রায় বিপন্নপ্রজাতির ওই টুনাটির দাম পড়েছে প্রায় ২৬ কোটি টাকা।

বছর শুরুর প্রথম নিলামে টুনা মাছটি কিনে হইচই ফেলে দিয়েছেন জাপানের এক ধনকুবের। শনিবার তোয়োসুর মাছ বাজার থেকে সুশি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা ওই বিপন্নপ্রজাতির মাছটি কেনেন।২০১৩ সালেও এমন একটি মাছ কিনতে ১৪ লাখ ডলার ব্যয় করেছিলেন তিনি। এ ‘টুনা কিং’ কিয়োশি আট বছরে সপ্তমবার বর্ষশুরুর নিলামের সর্বোচ্চ দরদাতা হয়েছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২৭৮ কেজির এই টুনা কিনতে ৬০ হাজার ডলারের বেশি দাম পড়ত না। কিয়োশি তার তুলনায় প্রায় ৫ গুণ বেশি দাম দিয়ে নিজের রেকর্ডকে আরও উপরে নিয়ে গেলেন।
তোয়োসুতে এবারই প্রথম বর্ষশুরুর মাছের নিলাম অনুষ্ঠিত হল। আগেরগুলো হতো সুকিজিতে; ১৯৩৫ সালে চালু হওয়া বাজারটি পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় ছিল।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.