Sylhet View 24 PRINT

৩৩ কেজি পাঙ্গাসের দাম ৫০ হাজার টাকা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৮:৪৪:১৫

জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের পাঙ্গাস। পরে এই মাছ নিয়ে শুরু হয় হুড়োহুড়ি আর উৎসুক মানুষের ভীড়। শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে জেলে মোঃ নাসির মিয়ার জালে ৩৩ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ধরা পড়ে। পরে শুক্রবার দুপুরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে এ মাছটি বিক্রি করা হয়।

পাথরঘাটার বিএফডিসি মৎস্য আড়তদার শংকর জানান, জেলে মোঃ নাসিরের কাছ থেকে পাঙ্গাস মাছটি ৩৩ হাজার টাকায় ক্রয় করা হয়। এখন মাছটি ঢাকায় নিয়ে ৪৮ থেকে ৫০ হাজার টাকায় বিক্রয় করা হবে। বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এই ধরণের বড় মাছ সব সময় জালে ধরা পরে না। এসকল মাছ বেশিরভাগ বড়শিতেই ধরতে পারা যায় এবং এর দামও হয় বেশি।


সিলেটভিউ ২৪ডটকম/৯মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃবাংলালাইন২৪

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.