Sylhet View 24 PRINT

যে খেলার চূড়ান্ত ধাপ আত্মহত্যা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-১৪ ০১:১৭:০৪

রাশিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় গত কয়েক মাসে ১৬ জন তরুণীর আত্মহত্যার খবর পায় পুলিশ। এ আত্মহত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশের চোখ ছানাবড়া। একটি ফেসবুক পেজে একটি খেলা খেলার অংশ হিসেবেই মৃত্যু হয়েছে এসব তরুণীর। 

মোট ৫০ ধাপে ওই খেলাটি খেলা হয়। যার শেষ ধাপ আত্মহত্যা! পেজটির অ্যাডমিন ফিলিপ বুদেকিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কারাগারে রাখা হয়েছে। ঘটনার কথা স্বীকার করলেও এটিকে অপরাধ হিসেবে মানতে নারাজ ২১ বছরের ফিলিপ। তার বক্তব্য, যাদের বাঁচার কোনো অধিকার নেই তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি। 

রুশ পুলিশের ধারণা, শুধু ১৬ জনই নয়। গত কয়েক বছরে বিশ্বে ১৩০ জন এই গেম খেলতে গিয়ে আত্মহত্যা করেছেন। 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.