আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের শাস্তির দাবিতে সিডনিতে প্রতিবাদ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১২ ১৮:৪৩:৩৩

অস্ট্রেলিয়া প্রতিনিধি :: সম্প্রতি বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র বিক্ষোভের সময় কর্তব্যরত সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

রবিবার দুপুরে সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল ল্যাকাম্বাস্থ ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ আবদুল্লাহ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সাংবাদিকের উপর হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও আজ পর্যন্ত তাদের গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলা চালিয়ে, হত্যা-নির্যাতন করে সাংবাদিক সমাজকে স্তব্ধ করা যাবে না। তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তারা আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ পদক্ষেপে সাংবাদিকতার ইতিহাস সম্ভাবনার দ্বার খুলতে শুরু করলেও কুচক্রীদের থাবা থেকে গনমাধ্যম বেরিয়ে আসতে পারছে না।

এ ধরনের হামলা ও হুমকির ঘটনাকে ঘৃণ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে অন্তরায় উল্লেখ করে কে কোন দলের তা বিবেচনা না করে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান সিডনি প্রবাসী সাংবাদিকরা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ড: ফারুক আমিন, মো গোলাম মোস্তফা, আউয়াল খান, শিবলি আবদুল্লাহ, মিজানুর রহমান সুমন, নাইম আবদুল্লাহ, সহ সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল ও গন মাধ্যমের সদস্য বৃন্দ।

সভায় সিডনি প্রবাসী সামাজিক ও সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে স্বতঃফূর্ত ভাবে প্রতিবাদের  সাথে একাত্মতা প্রকাশ করেন।

মেলবোর্ন থেকে প্রতিবাদ সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডঃ এনামুল হক। 

সভা শেষে ল্যাকাম্বা মধুর ক্যান্টিনের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য সৌজন্যমূলক দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ আগস্ট ২০১৮/এমজেএইচ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অস্ট্রেলিয়া খবর

  •   অস্ট্রেলিয়ায় উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত
  •   যুবদল অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়ায় সমুদ্রে মাছ শিকারে গিয়ে ২ বাংলাদেশীর সলিল সমাধি
  •   জিয়া শিশু কিশোর মেলা অস্ট্রেলিয়া শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়া যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  •   অস্ট্রেলিয়ায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত
  •   অস্ট্রেলিয়ার তাসমেনিয়া প্রবাসীদের বসন্ত ও জমকালো পিঠা উৎসব
  •   অস্ট্রেলিয়ায় মারা গেলেন সাংবাদিক ফজলুল বারীর ছেলে
  •   বিএনপি নেতা জাহিদুরের পিতার মৃত্যুতে বিএনপি ও জাসাস অস্ট্রেলিয়ার শোক
  •   শফিউল বারীর মৃত্যুতে জাসাস অস্ট্রেলিয়ার ভার্চুয়াল দোয়া মাহফিল