Sylhet View 24 PRINT

অস্ট্রেলিয়ার তাসমেনিয়া প্রবাসীদের বসন্ত ও জমকালো পিঠা উৎসব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-১৬ ১৮:৩১:১৭

অস্ট্রেলিয়া প্রতিনিধি :: শীতের শেষে বসন্তের আগমনে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। এ বুঝি এলো বসন্ত। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে।

শীতের নানা রকম পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব-আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠার স্বাদ।

এদেশে ঋতুরাজের দেখা না পেলেও চেষ্টা করা হয় দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে তুলে ধরতে নতুন প্রজন্মের কাছে। অস্ট্রেলিয়ার তাসমেনিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো রঙ-বেরঙের শাড়ি পরে বাসন্তী সাজে বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে।

কানিজ ফাতেমা  মুন্নি বলেন, আমরা প্রতি বছর চেষ্টা করি ফাল্গুনে পিঠা উৎসব অস্ট্রেলিয়ার তাসমেনিয়া প্রবাসী পরিবারগুলো মিলে আয়োজন করতে। প্রবাসে বসবাসরত বাঙালি ছেলে-মেয়েদের মধ্যে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি পরিচয় করিয়ে দেয়ায় আমাদের লক্ষ্য।


সিলেটভিউ২৪ডটকম/১৬ সেপ্টেম্বর ২০২০/এমজেএইচ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.