আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

'বাংলাদেশে উন্নয়ন নিশ্চিত করতে প্রবাসীবান্ধব নির্বাচনী ইশতেহারের বিকল্প নেই'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৪ ১৪:৪০:০৬

আহমদ জাকির, ফ্রান্স :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রবাসীদের বিভিন্ন অধিকার অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন, আয়েবা।

বুধবার বিকেলে প্যারিসে আয়েবা সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান।

এ সময় ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে আগত আয়েবার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদে প্রবাসীদের সংরক্ষিত দশ ভাগ কোটা রাখা, প্রবাসীকল্যাণ মন্ত্রলালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দেশে নিরাপদ বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করাসহ প্রবাসীদের বেশ কিছু দাবি ইশতেহারে অন্তভুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

তিনি বলেন, শতকরা দশ ভাগ সংসদ সদস্য (এমপি) অবশ্যই প্রবাসীদের মধ্য থেকে মনোনীত হতে হবে। সংরক্ষিত প্রবাসী আসনে যোগ্য প্রবাসী এমপিদের পক্ষেই কেবলমাত্র সম্ভব হবে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সত্যিকারের কল্যাণ নিশ্চিত করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর গুরুদায়িত্ব দিতে হবে আমাদের মতোই একজন প্রবাসীকে। অভিজ্ঞতাসম্পন্ন দেশপ্রেমিক প্রবাসীরাই পারবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সুনির্পূনভাবে ঢেলে সাজাতে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- আয়েবার সহ-সভাপতি আহমেদ ফিরোজ, ফখরুল আকম সেলিম, বার্সেলোনা বাংলাদেশ সমিতির সভাপতি মাহারুল ইসলাম মিন্টু ও দেশ থেকে আগত সাংবাদিক  মোল্ল্যাহ আমজাদ হোসেন, রিমন মাহফুজ, মাসুদুল হক, রবিউল ইসলাম, আয়েবার যুগ্ম সম্পাদক শরিফ আল মোমিন, বিজনেস এফেয়ার্স সেক্রেটারি সুব্রত ভট্টাচার্য শুভ, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, এক্সিকিউটিভ মেম্বার টি এম রেজা, আজহার কবির বাবু, তাপস বড়ুয়া রিপন ও মাঈনুল ইসলাম নাসিম প্রমুখ ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮/এএস/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক ফ্রান্স খবর

  •   ওসমানী স্মৃতি পরিষদ ফ্রান্স শাখার আহবায়ক কমিটির অনুমোদন
  •   ফ্রান্স মহিলা দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী পালিত
  •   বেলজিয়াম বিএনপির নেতা সাজার সুস্থতা কামনায় স্পেনে দোয়া মাহফিল
  •   দুবাগ ইউনিয়ন জনকল্যাণ সংস্থা ফ্রান্সের কমিটি গঠন
  •   ফ্রান্স বাংলা টাওয়ার ব্যবসায়ী গ্রুপের কমিটি গঠন
  •   প্যারিসে উত্তর শাহবাজপুর কল্যাণ সমিতির ঐক্যপ্রক্রিয়া ও কমিটি গঠন
  •   ফ্রান্সে ছাত্রদলের ৪১ তম প্রতিষ্টা বার্ষিকী পালন
  •   প্যারিসে সাংবাদিক দুলাল আহমদ চৌধুরীকে সংবর্ধনা
  •   ফ্রান্স আ.লীগের সভাপতির মৃত্যুতে স্পেন শাখার শোক
  •   ‘যুবলীগ ফ্রান্স শাখা নিয়ে ষড়যন্ত্র ত্যাগী কর্মীরা মেনে নিবে না’