Sylhet View 24 PRINT

প্যারিসে আনন্দ উদ্দীপনার মধ্যে শেষ হল হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৩ ২৩:৩৯:৫৩

ফ্রান্স সংবাদদাতা :: অনেক অনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ফ্রান্সের বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা অনুষ্ঠান।

দুর্গা মায়ের শক্তি, সব কিছুতেই মুক্তি। বছর ঘুরে আসবেন মা আনন্দের আর নাইকো সীমানা। প্যারিস ফ্রান্সে দুর্গা পূজার ৫দিন ছোট, বড় সর্বস্তরের মানুষের মধ্যে বিরাজ করছিল আনন্দ এ যেন এক মহা মিলনমেলা।

ছোট-বড়-বন্ধু-বান্ধব এসময় আনন্দ ভাগাভাগিতে ছিলেন- আলয় চৌধুরী, রিপন দাস, জলক দাস, কানাই দাস, নয়ন ঘোপ, রুপন রায়, রুপংকর পাল, লিটু দে, শুভ দত্ত, রিংকু দে, পুলক দাস, কানন দাস, হিমেল দাস, রাহুল ঘোষ, শাওন দে, জয় ঘোষ, অজয় বৈদ্য, জয়ন্ত কুমার দাস, রতন দে, অজিত দাস, সবুজ পৈত্য, কাঞ্চন দেব, উজ্জ্বল দাস, লিটন দাস, কাজল দেবনাথ, নয়ন দাস, অপু দাস, সজল দাস আরও ছিলেন ববি দাস, সোনালী দাস, মিনাক্কি দে।

পূজার কার্য়করী কমিটির ও উপদেষ্টা মন্ডলীর সুব্রত ভট্টাচার্য্য শুভ, রমেন্দ্র দাস, বিমল দাস, বেনু দাস, রঞ্জিত দাস, ময়না দেব, কংকন দাস, সঞ্জয় দেব মন্টু, সুবল দেব, মিটু দাস, জ্যোতিষ দেবনাথ, পিন্টু দাস, লিটন দাস, মাধব কান্তি দে, তপন দাস, অমিত দাস সবাই সবার সাথে আনন্দ ভাগাভাগি হর। আসছে বছর আবার হবে।


সিলেটভিউ২৪ডটকম/১৩ অক্টোবর ২০১৯/আরডি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.