আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং
ফ্রান্স সংবাদদাতা :: ফ্রান্সে শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহিলা দল ফ্রান্স শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মহিলা দল ফ্রান্স শাখার উদ্দোগে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে দলের সভানেত্রী কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিশেষ অতিথি- চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মাহিদুর রহমান, আফরোজা আব্বাস, এডভোকেট নেওয়াজ হালিমা আর্লি, বদরুন্নেসা কলেজ, রিতা রহমান, আনোয়ার হোসেন খোকন, এম এ মালিক, মহিউদ্দিন আহমেদ জিন্টু, সৈয়দ সাইফুর রহমান, এম এ তাহের, হাসনাহেনা চৌধুরী হীরা।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন মওলানা শামীম আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন ইউরোপ-আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ ২২ দেশের নেত্রীবৃন্দ।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি দেশে বিদেশে ও দলের নেতাকর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠিত হওয়ার আগে উপস্থিত নেতৃবৃন্দ আরাফাত রহমান কোকোর কর্মময় জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২