আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় যানবাহনে ডাকাতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ১৩:২৪:১৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় যানবাহনে গণ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা যাত্রীদের মারধোর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ  টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছের আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ডাকাতির শিকার হওয়া লোকজন জানান, রোববার সন্ধ্যা রাতে একদল মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রহাতে নিয়ে রাস্তায় যানবাহনে ডাকাতি শুরু করে। পরপর সিএনজি, প্রাইভেটকারসহ প্রায় ২০টি গাড়িতে ডাকাতরা যাত্রীদের মারধোর করে মূল্যবান মোবাইল ফোন, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, একদল দুর্র্বৃত্তরা কয়েকটি সিএনজি আটকিয়ে মোবাইলসহ কিছু টাকা পয়সা নিয়ে যাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪সেপ্টম্বর২০১৮/কেএস/ আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন