আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

নবীগঞ্জে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২৪ ১৮:৩৩:১৬

হবিগঞ্জ প্রতিনিধি :: তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক বলেছেন, সুবিধা বঞ্চিত নারীদের প্রতি খেয়াল রেখে তাদেরকে সুবিধা দেয়া আমাদের সকলেরই কর্তব্য।

সোমবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা পরিষদের হল রুমে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন- নারী উন্নয়ন হলে সমাজের চেহারা পাল্টে যাবে। বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এসব পূর্ণ পদক্ষেপের ফলে তারা আরো উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

উপজেলার নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শফিউল আলম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. রুবেল মিয়ার সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, ফোরামের সহ-সভাপতি আয়েশা খানম, সদস্য মোছা. হামিদা চৌধুরী প্রমূখ।

এসময় নবীগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন গ্রামের গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওর্য়াডের মহিলা সদস্য এবং নারী উন্নয়ন ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৪ সেপ্টেম্বর ২০১৮/কাস/ইআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন