আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

নবীগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৪ ১৩:১৮:৩৮

নবীগঞ্জ সংবাদদাতা :: সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগণের মাঝে তুলে ধরা; সর্বস্তরের জনগণকে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সরকারের সাফল্য প্রচার কার্যক্রম বাস্তবায়নে জনগণকে উদ্বুদ্ধ করা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগনের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করার লক্ষ্যে সারা দেশের সকল জেলা-উপজেলার ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মাঠে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিন করে মেলার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা অংশ নেন উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা গোলাম মোস্তফা, সাবেক ভারপ্রাপ্ত প, প, কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার সাদেক খান, প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্জনন কুমার সানা, থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, ছাইম উদ্দিন, আবু সাইদ এওলা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান খান, খয়রুল বসর চৌধুরী, সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, সেলিম তালুকদার, মতিউর রহমান মুন্না, মো. নাবিদ মিয়া, এস এম আমীর হামজা, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল জেলা ছাত্রলীগের সহ- সভাপতি খোর্শেদ আলম মফিজ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেবুল ভট্টাচার্য্য, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু মিয়, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুর রহমান রাজু চৌধুরী, প্রমুখ।

উন্নয়ন মেলায় সরকারি দপ্তর, বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও সমজাতীয় প্রতিষ্ঠান মোট ৪২টি স্টলে অংশগ্রহণ করছে এবং সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জনকে জনসাধারণের নিকট উপস্থাপন করছে।

সিলেটভিউ২৪ডটকম/০৪ অক্টোবর ২০১৮/এএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন