Sylhet View 24 PRINT

নবীগঞ্জে উন্নয়ন মেলায় ব্যাপক সাড়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-০৬ ২০:৫২:২৪

নবীগঞ্জ সংবাদদাতা :: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।

শনিবার বিকালে এ মেলা সম্পন্ন হয়। জনসাধারন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সরগরম হয়ে উঠেছিল। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫৫টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা।

সমাপনী দিনে  উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর সভাপতিত্বে এবং পজীব কর্মকর্তা  শাকিল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,  ওসি (তদন্ত)  দস্তগীর আহমদ, আওয়ামীলীগ নেত্রী ডা. নাজরা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও  প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমদ মুসা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেক হোসেন, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।

সমাপনী দিনে সাধারন মানুষকে বিভিন্ন পর্যায়ের সেবা প্রদান করার অবদান রাখায় উপজেলা ভুমি অফিস ১ম এবং এলজিইডি ও পল্লীবিদ্যুত যৌথভাবে ২য় এবং উপজেলা স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

সিলেটভিউ/৬ অক্টোবর ২০১৮/ইউকেপিএইচ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.