আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

আজমিরীগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মাছুম বিল্লাহর মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৭ ২০:৫৭:২৩

হবিগঞ্জ প্রতিনিধি :: ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শপথ ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভেদহীন অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলা। ক্ষুধামুক্ত-শোষনহীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। আর সেই লক্ষ্য অর্জনের জন্য ইতিমধ্যেই আমরা অনেকটা পথ অগ্রসর হয়েছি। আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে। তাই এই অগ্রসরতা ধরে রাখতে শেখ হাসিনার নৌকাকে আবারো বিজয়ী করতে হবে।’

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১টায় আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা মো. মাছুম বিল্লাহ চৌধুরী একথা বলেন।

মাছুম বিল্লাহ আজমিরীগঞ্জের বীরযোদ্ধা শহিদ জগৎজ্যোতি দাসের নাম স্মরণ করে বলেন, ‘জগৎজ্যোতি দাসের নাম শুনলে পাকবাহিনী-রাজাকাররা ভয়ে কুকড়ে যেত। জগৎজ্যোতি ও তার নেতৃত্বাধীন দাস পার্টি ভাটিবাংলাকে শত্রুমুক্ত করেছেন। অথচ আজ পর্যন্ত এই অকুতোভয় যোদ্ধার স্মৃতি ও সম্মানার্থে আজমিরীগঞ্জে কিছু হয়নি। যা আমাদের জন্য খুবই দুঃখজনক।’

এসময় সাবেক ছাত্রলীগ নেতা মাছুম আরো বলেন, ‘আজমিরীগঞ্জসহ প্রত্যন্ত ভাটি এলাকায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যখাতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তা নাহলে অবহেলিত আজমিরীগঞ্জের জনগণ সরকারের কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হবে।

তিনি বলেন, ‘আজমিরীগঞ্জ হল ভাটির এলাকার রাজধানী। কিন্তু এখানকার নৌ-যোগাযোগ ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে বিলীন হবার উপক্রম হয়ে পড়েছে। যে কারণে স্থানীয় জনসাধারণ স্বল্প খরচে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না। এখন সময় এসেছে আজমিরীগঞ্জে আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা চালু করার।’

মাছুম বিল্লাহ আরো বলেন, আমি এই ভাটির সন্তান। জন্মের পর থেকে এই এলাকার সুখ-দুঃখের সাথে আমার বসবাস। অপরদিকে, ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজপথে থেকেছি। এমতাবস্থায় দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। তাই লেখনী দ্বারা এই অঞ্চলের কথা আরো তুলে ধরতে তিনি আজমিরীগঞ্জের সাংবাদিকদের আহবান জানান।’

আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক প্রভাকরের প্রতিনিধি স্বপন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন-  আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ এবায়দুর রহমান রাসেল, প্রতিদিনের বাণী প্রতিনিধি বি কে ব্যানার্জী, প্রেসক্লাব সদস্য মোঃ মিলন মাহমুদ, মোঃ আমিনুল ইসলাম, যায়যায়দিন ও দৈনিক খোয়াই প্রতিনিধি মোঃ আবু হেনা, জনতার দলিল প্রতিনিধি মোঃ মোজাহিদ মিয়া, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস প্রতিনিধি শেখ আমীর হামজা, দৈনিক হবিগঞ্জের জননী প্রতিনিধি মেঃ রুজেন আহমেদ ও মোঃ সেন্টু আহমেদ জিহান প্রমুখ।

প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে ছাত্রদল ও শিবির ক্যাডাররা মোঃ মাছুম বিল্লাহ চৌধুরীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বারবার তার ওপর নৃশংস হামলা চালায়। শাবিপ্রবিতে অধ্যয়নের সময়ে ছাত্রদল ও শিবির ক্যাডাররা তাকে দুইবার প্রাণে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালায়। ২০০০ সালে জামায়াত-বিএনপি বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন করতে চাইলে মাছুম বিল্লাহ’র নেতৃত্বে তা রুখে দেয়া হয়।

সিলেটভিউ/৭ নভেম্বর ২০১৮/কেএস/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন