Sylhet View 24 PRINT

নবীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৭ দোকানে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১২ ১৯:৫১:২৫

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার ও মেয়াদ উত্তীর্ণ বীজ এবং সার রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ৭টি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে হবিগঞ্জ ভোক্তা-অধিকার আইনের সহকারী অফিসার আমীরুল ইসলাম মাসুদের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার এসআই সহিদুল ইসলামের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে সুয়েব ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, সাগর হার্ডওয়ারকে ১ হাজার, জাহাঙ্গীর ভেরাইটিজ স্টোরকে ১ হাজার, মো. আব্দুস সত্তার ৩ হাজার, হিরা ট্রেডার্স ১ হাজার ও মেয়াদ উত্তীর্ণ বীজ সার রাখার দায়ে জিআর এন্টারপ্রাইজকে ২ হাজার, চক্রবর্তী এন্টারপ্রাইজ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ নভেম্বর ২০১৮/এএইচ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.