Sylhet View 24 PRINT

হবিগঞ্জবাসীর স্বপ্নের জুডিসিয়াল ভবনে বিচার কাজ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-১৪ ২১:০৮:৫৪

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার সবচেয়ে উঁচু চিফ জুডিসিয়াল ভবনে বিচার কাজ শুরু হয়েছে।

বুধবার এই ভবনের দ্বার উন্মোচন করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। এ সময় হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল সাদ মোহাম্মদ আন্দালিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হান্নানসহ বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

নবনির্মিত চিফ জুডিসিয়াল ভবনে বিচার কাজ শুরু হওয়ার ফলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিচার বিভাগের সকল আদালত একই এলাকায় চলে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক আদালতগুলো চলমান থাকবে। এর মাঝে রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং দু’টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন শুনানি তার দপ্তরে করবেন।

হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পাশে ১০ তলা ভবনের ৫ তলা পর্যন্ত উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

সিলেটভিউ/১৪ নভেম্বর ২০১৮/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.