আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

মাধবপুরে রোহিঙ্গা গাড়ি কেড়ে নিলো দরিদ্র কৃষকের স্বপ্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২২ ২১:৩৯:৫২

মাধবপুর সংবাদদাতা :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টেম্পুর (স্থানীয় নাম রোহিঙ্গা গাড়ি) ধাক্কায় এক পিইসি পরীক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাজার গেইট-ধরমন্ডল সড়ক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম উজ্জ্বল মিয়া (১৩) । সে উপজেলার বাঘাসুরা গ্রামের খলিল মিয়ার ছেলে।

উজ্জ্বল পশ্চিম বাঘাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

উজ্জ্বলের আত্মীয় শাওয়াল মিয়া জানান, উজ্জ্বলের বাবা একজন দরিদ্র কৃষক। অনেক কষ্টে সন্তানকে পড়াশোনা করাতেন। সড়ক দুর্ঘটনায় ছেলে হারিয়ে তিনি পাগল প্রায়।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরে কাজের জন্য হাওরে যায় উজ্জ্বল। কাজ শেষে সন্ধ্যার দিকে ফেরার পথে মাজার গেইট-ধরমন্ডল সড়ক এলাকায় একটি টেম্পুর তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ।

সিলেটভিউ২৪ডটকম/২২ নভেম্বর ২০১৮/ডেস্ক/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন