Sylhet View 24 PRINT

নবীগঞ্জে স্কুলছাত্র হত্যাকান্ডের ২ বছর পর আসামি গ্রেফতার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২৭ ২১:৫৪:২১

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের বোয়ালজুড় গ্রামে আলোচিত স্কুলছাত্র শাহনাজ (১৭) হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ প্রায় দু’বছর পর ঘটনার মুলহোতা জসিম উদ্দিন রিজুকে (২৭) গ্রেফতার করেছে হবিগঞ্জের সিআইডি পুলিশ। আটককৃত জসিম ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি বাজার থেকে গ্রেফতার করেন সিআইডি পুলিশের একদল সাদা পোষাকধারী পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কদ্দুছ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ ইং সালের ০৫ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের পশ্চিমে কালিগঞ্জের নিকটে জোয়াল ভাঙা হাওর থেকে স্কুলছাত্র শাহনাজের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্কুলছাত্র বোয়ালজুড় গ্রামের কৃষক ইউনুস মিয়ার ছেলে এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র। ঘটনার শুরু থেকেই নিহতের পরিবার পূর্ব শক্রতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করার অভিযোগ করেন। এ ব্যাপারে নিহতের ভাই সাহিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা (নং-৬, তারিখ ০৬-১২-২০১৬) দায়ের করেন। উক্ত মামলায় বোয়ালজুড় গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন রিজু, সাজু মিয়া, আব্দুল জলিলের পুত্র তোফায়েল আহমদ তুয়েল, আব্দুর রহিমের ছেলে ফরহাদ এবং মাসুক মিয়ার ছেলে খালেদ মিয়ার নাম উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৬ ইং সালের ৪ ডিসেম্বর রাত ১০টার দিকে স্কুল ছাত্র শাহনাজকে ফুটবল খেলার পোস্টার লাগানোর কথা বলে ঘর থেকে ডেকে নেয় একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জসিম আহমদ রিজুসহ খেলার সহপাঠিরা। এরপর থেকে শাহনাজ আর বাড়িতে ফিরে আসেনি। রাতব্যাপী শাহনাজের পরিবারের লোকজন তাকে গ্রামের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেন। পরদিন ৫ই ডিসেম্বর ২০১৬ ইং সোমবার সকাল ৭ টার দিকে খবর পাওয়া যায় স্থানীয় জোয়াল ভাঙা হাওরে পড়ে আছে শাহনাজের মৃতদেহ। খবর পেয়ে থানা পুলিশ শাহনাজের গলা কাটা লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকেই ঘাতক জসিম উদ্দিন রিজুসহ হত্যাকারীরা পুলিশের গ্রেফতার এড়াতে গা ডাকা দেয়।

সিলেটভিউ/২৭ নভেম্বর ২০১৮/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.