Sylhet View 24 PRINT

হবিগঞ্জে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২৮ ২২:২৬:০০

হবিগঞ্জ প্রতিনিধি :: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ছিলো প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। নির্বাচন কমিশনের বিধি অমান্য করে প্রার্থীরা বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচনের শুরুতেই আচরণবিধি লঙ্ঘন করার ক্ষোভ প্রকাশ করেছেন ভোটার ও সচেতন লোকজন।

জানা যায়, বুধবার ছিলো মনোনয়ন দাখিলের শেষ দিন। শেষ দিন হওয়ায় সকল প্রার্থীই তাদের মনোনয়ন দাখিল করেছেন। হবিগঞ্জে ৩০ জন প্রার্থী তাদের ৩১টি মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক দুটি আসনে মনোনয়ন দাখিল করেছেন।

বুধবার সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে আসেন। মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন কমিশনারের নির্দেশ অমান্য করে অনেক প্রার্থী ৭ জনের অধিক সমর্থকদের সাথে নিয়ে নির্বাচন মনোনয়ন দাখিল করেন। এতে করে রির্টানিং অফিসারের কার্যালয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরাই এগিয়ে ছিলেন। এ নিয়ে সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই ২ ডিসেম্বর, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।

সিলেটভিউ/২৮ নভেম্বর ২০১৮/কেএস/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.